বিশ্ব এইডস দিবস পালিত হল চুঁচুড়া স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়

কি হল এই দিন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-01 at 4.36.48 PM

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতিবছরের ন্যায় এবারও দিনটি পালিত হল চুঁচুড়া স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়।

চুঁচুড়া সদর হাসপাতাল থেকে বিশেষ শোভাযাত্রা করে ঘড়ির মোড় হয়ে স্বাস্থ্য দপ্তরে পৌঁছে এই শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রায় চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও পা মেলান। সচেতনতামূলক প্রচারই এই মারণ রোগের মূল অস্ত্র বলে মনে করেন আধিকারিক। ডক্টর দেবযানী বসু মল্লিক বলেন, "সচেতনতামূলক প্রচার করেই মানুষকে সচেতন করি আমরা সারা বছর ধরে। কিন্তু এই বিশেষ দিনে ১ ডিসেম্বর প্রতিবছরই আমরা একটি সচেতনতামূলক মিছিল করি। লিফলেট বিলি থেকে শুরু করে, পথ চলতি মানুষদের এই এইডস সম্পর্কে আমরা সচেতন করি। বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পথনাটিকাও আমরা সারা বছর যেভাবে করি তাতে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য এই মারণ রোগ থেকে কিছু সাধারণ পদ্ধতি অবলম্বন করে সচেতন করা মানুষকে। বর্তমানে হুগলি জেলায় ৩৫০০ রোগী এইডস রোগে আক্রান্ত। আগামী দিনে লক্ষ্য থাকবে মানুষকে সচেতন করে এই সংখ্যা দ্রুত কমানোর"।

Screenshot 2025-12-01 173145