টানা প্রায় ৯ ঘন্টা বিক্ষোভ শ্রমিকদের! সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে সরব

কি কি অভিযোগ রয়েছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-03 at 1.48.02 PM

হরি ঘোষ, দুর্গাপুর: মঙ্গলবার দুপুর ২টো থেকে টানা প্রায় ৯ ঘন্টা শ্রমিকদের আন্দোলনে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার ভেতর আটকে থাকার পর রাতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যক্ট ফোর্স কারখানায় ঢুকে পুলিশি পাহারায় ভেতর থেকে বের করে আনল কারখানা কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট কর্মীদের। বেশ কয়েক দফা অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার দুপুর থেকে কারখানার গেট আটকে তুমুল বিক্ষোভে নামে সংস্থার স্থায়ী শ্রমিকরা। কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হওয়াতে গ্রাফাইট কারখানার উৎপাদন ব্যাহত হয়। তৃণমূলের সমর্থক এই স্থায়ী কর্মচারীদের অভিযোগ ছিল, সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি ব্যার্থ শ্রমিক স্বার্থকে সুরক্ষিত করতে। উল্টে এই কমিটি নাকি ম্যানেজমেন্টের কথা শোনে। দুপুর ২টো থেকে যে আন্দোলন শুরু হয় তার যবনিকা পড়ে রাত্রি ১০.৪৫টা নাগাদ। কোকওভেন থানা, অন্ডাল থানা ও বিধাননগর ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী আসে কারখানায় ও নামানো হয় RAF। শেষে তৃণমূল শ্রমিক সংগঠনের বর্তমান কোর কমিটির সাথে গ্রাফাইট কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের পুরনো কমিটির সদস্যদের ১০ জনের একটি টিম তৈরী করে শ্রমিকদের মেডিকেল বিল থেকে আরো অনেক সমস্যা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে টিমের আলোচনা হয়। ঠিক হয় শনিবার আরেক প্রস্থ আলোচনা হবে। এই শর্তেই কারখানার ম্যানেজমেন্ট স্টাফদের রাতে পুলিশি পাহারায় বাইরে বের করে আনা হয়। কারখানার পুরনো তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তপন দাসের দাবি, শনিবারের বৈঠক ফলপ্রসূ না হলে ফের আন্দোলনে নামবে শ্রমিকরা। কারখানায় অবিলম্বে  শ্রমিক সংগঠনের সিলেকশন নয় ইলেকশন হোক, নচেৎ শ্রমিক স্বার্থ সুরক্ষিত হবে না। যদিও জেলা তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দেগে বলেন, "যারা শ্রমিক সংগঠনের কোর কমিটির সমালোচনা করছেন মাথায় রাখবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কোর কমিটি তৈরী হয়েছে"। কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনোরকম কথা বলতে রাজি হয়নি। এইদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি ও সিটু নেতৃত্ব। দিন কয়েক আগে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে তোপ দেগে নিজেদের দাবি আদায়ে সরব হয়েছিল সংস্থার তৃণমূল মনোভাবাপন্ন অস্থায়ী কর্মীরা। পরে দুর্গাপুরে এসে দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের জন্য আলাদা করে কমিটি গড়ে দেন তৃণমূল কোর কমিটির সভাপতি ও তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুর্গাপুরের আরো এক কারখানার স্থায়ী শ্রমিকদের একাংশ সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে সরব হওয়ায় এখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল শ্রমিক সংগঠনের রাশ কি তাহলে হালকা হতে বসেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে?

Screenshot 2025-09-03 140046