এলাকাবাসীর বাধা পেরিয়ে দুগ্ধ প্রকল্পের জমি চিহ্নিতকরণের কাজ শুরু

কাজ শুরু করল প্রশাসন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-23 at 4.16.39 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জমি নিয়ে বিক্ষোভ হয়েছিল কিছুদিন আগেই। স্থানীয় বাসিন্দারা দাবি করেছিল যেখানে দুগ্ধ প্রকল্প তৈরি করা হবে সেই জমিটি নাকি শ্মশানের। বিড়ম্বনায় পড়ে প্রশাসন। দুগ্ধ প্রকল্প থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই জমিতে আদৌ শ্মশান ছিল নাকি সেটি সরকারি খাস জমি তা চিহ্নিত করতে ঘটনাস্থলে গেলেন প্রশাসনিক কর্তারা। এদিন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি, ডেবরার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রূপবিলাস মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া ও অন্যরা ছিলেন।পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছিলেন ডেবরা থানার ওসি প্রণব রাই। কোনও সমস্যা হয়নি। গ্রামবাসীদের সঙ্গে নিয়েই জমি মাপার কাজ হয় বলে দাবি প্রশাসনের। জমি মাপামাপি শেষে বিএলআরও রূপবিলাস মন্ডল জানান, "এখানে শ্মশান বা কোনও কিছু নেই। দুগ্ধ প্রকল্পের জন্য যে ৫ একর জমি দেওয়া হয়েছিল সেটি সম্পূর্ণ সরকারি খাস জমি। এদিন সেই জমি চিহ্নিতকরণের কাজও করেছি আমরা"।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের ডেবরা-৫/২ গ্রাম পঞ্চায়েতের জোতঅঙ্কুর এলাকায় একটি দুগ্ধ প্রকল্প তৈরির উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর। বিধায়ক জানান যে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি হওয়ার কথা। কারণ, শুধু ডেবরা এলাকাতেই দিনে প্রায় ৪০ হাজার লিটার বাড়তি দুধ উৎপাদন হয় যা বিক্রি করতে যেতে হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বা কোলাঘাটে। ফলে অনেক সময় সঠিক মূল্য পান না স্থানীয় দুগ্ধ উৎপাদনকারী ব্যক্তিরা। জমির সমস্যা মেটায় শীঘ্রই প্রকল্প তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন। এই দুগ্ধ প্রকল্পটি তৈরি হলে ডেবরা ব্লকের পাশাপাশি খড়গপুর-২, দাসপুর, সবং ও পিংলা ব্লকের মানুষও উপকৃত হবে বলে দাবি বিধায়কের। 

WhatsApp Image 2025-06-23 at 11.56.04 AM

tmcdebra