/anm-bengali/media/media_files/2025/05/23/Cscn3srj4nPnzcFcMiab.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যাতায়াতের একমাত্র কাঠের পুল বেহাল, ফলে যাতায়াতের সমস্যা নিত্যদিন বাড়ছে। এমন অবস্থায় দ্রুত কাঠের পুল সংস্কার বা কংক্রিটের সেতুর দাবী এলাকাবাসীর। ঘটনাস্থল খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকা থেকে পূর্ব মেদিনীপুর জেলার হাউর যাওয়ার একমাত্র কাঠের পুল বেহাল। বেশির ভাগ অংশ ভেঙে পড়েছে। এই কাঠের পুল দিয়ে একাধিক গ্রামের মানুষের যাতায়াত। কিন্তু পুলের বেহাল অবস্থার জন্য সমস্যায় পড়েছে তারা। কারণ বর্ষায় যাতায়াতের আর কোনো পুল নেই। তাই এলাকাবাসী চায়ছে দ্রুত এই পুল সংস্কার করা হোক। কিংবা কংক্রিটের ব্রীজ করে দেওয়া হোক।
এ বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান, “আমি বিষয়টি শুনলাম। অবশ্যই স্পটে গিয়ে দেখে সরকারি কী করা যায় তার উদ্যোগ নেবো।
/anm-bengali/media/post_attachments/ca464d22-162.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us