বৃষ্টি নামলেই ভয়! এবার শিলাবতীর তোড়ে ছিন্নভিন্ন কাঠের সেতু—গ্রামবাসী বলছেন ‘এটাই ছিল শেষ ভরসা’

শিলাবতীর জলের স্রোতে ভেসে গেল এলাকার একমাত্র কাঠের সেতু।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-06-20 at 3.20.52 PM


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকায় ঘটে গেল এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। টানা বর্ষণের ফলে হু হু করে জল বেড়ে গিয়েছে শিলাবতী নদীতে। আর সেই জলস্রোতের তোড়েই ভেঙে পড়ল নদীর উপর থাকা একমাত্র কাঠের সেতুটি। সেতুর একাংশ জলের তোড়ে ভেসে গিয়েছে বলে জানা গেছে। এই ঘটনার জেরে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগপোতা ও শ্রীরামপুর গ্রামের মধ্যে।

এই সেতুটি শুধুই বাগপোতা ও শ্রীরামপুর নয়, বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ প্রতিদিন ওই সেতু ব্যবহার করে চন্দ্রকোনা শহরের দিকে যাতায়াত করতেন। এখন সেই যোগাযোগ ব্যবস্থা একেবারে থমকে গিয়েছে। গ্রামের মধ্যে যাতায়াত করার কোনও বিকল্প পথ না থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ মানুষ, স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী ও কর্মজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।

shilabati river

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষা এলেই এই সেতুর দুরবস্থা দেখা দেয়। বারবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে স্থায়ী কংক্রিট সেতুর দাবি জানানো হলেও, কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। কাঠের উপর ভরসা করেই এতদিন চলছিল যোগাযোগ, এবার তা পুরোপুরি ভেঙে পড়ল। এখন বৃষ্টির মধ্যেই যাতায়াতের জন্য গ্রামের মানুষদের ঘুরপথ অবলম্বন করতে হচ্ছে, যা সময় ও ঝুঁকি—দুটোই বাড়াচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সাহায্যের আশ্বাস মেলেনি বলেই দাবি বাসিন্দাদের। ফলে তাঁরা দ্রুত বিকল্প ব্যবস্থা ও স্থায়ী সেতুর দাবিতে সরব হয়েছেন।