/anm-bengali/media/post_banners/PIqaAhykBZSa5xnCp6Bv.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা লাগাতার বেড়েই চলেছে। সামনে আসছে একের পর এক চমকে দেওয়ার মত তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে যে,আর জি কর, জয়নগরের পর এবার খবরের শিরোনামে উঠে এল পটাশপুর। জানা গিয়েছে যে, গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এরপরে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয়েছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।
/anm-bengali/media/post_attachments/b033129c-baa.png)
এই বিষয়ে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী সুকান্ত মজুমদার এক এক্স বার্তায় লিখেছেন যে, '' প্রতিদিন সকালে বাংলার মানুষ জেগে ওঠে আরেকটি ধর্ষণের ঘটনা শুনে। আজ পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায় বাড়ি থেকে এক গৃহবধূকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। জঘন্য অপরাধের পর দুষ্কৃতীরা তার গলায় বিষাক্ত কীটনাশক ঢেলে তার মৃত্যু নিশ্চিত করে। কী ধরনের অন্ধকার এবং ভয়ের রাজ্যে আমরা বাস করছি, যেখানে নারীরা নিজেদের ঘরেও নিরাপদ নয় ? বাংলার নারীদের কি প্রতি মাসে মাত্র ১,০০ টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের সম্মান বন্ধক রাখার কথা ? তার লজ্জা! তিনি যদি বাংলার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে অবিলম্বে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে তার পদত্যাগ করা উচিত। ''
/anm-bengali/media/post_banners/3Lr8TZfTAnwm7yVXlmcg.jpg)
Every morning, the people of Bengal wake up to hear about another rape incident. Today, a housewife was abducted from her home in the Patashpur area of East Midnapore and brutally raped. After the heinous crime, the perpetrators ensured her death by pouring toxic insecticide down… pic.twitter.com/1pw7HRjIuJ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 6, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/4632743f-78a.png)