/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: নদিয়ার শান্তিপুরে ফুল চুরির অভিযোগে প্রকাশ্যে মহিলাকে কান ধরে ওঠবোস করানোর জেরে চরম পরিণতি। চরম অপমানে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের হরিপুর মধ্য কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে প্রতিবেশী এক পরিবারের সদস্যরা ফুল চুরির অভিযোগ তুলে তাঁকে মারধরের পাশাপাশি প্রকাশ্যে হেনস্তা করেন। কান ধরে ওঠবোস করানো হয় তাঁকে বহু মানুষের সামনে।
এই মানসিক অবমাননা আর সহ্য করতে না পেরে ওই মহিলা নিজের ঘরেই আত্মঘাতী হন বলে অভিযোগ পরিবারের। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতার পরিবারের সদস্যরা সরাসরি প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে হেনস্তা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে হরিপুর মধ্য কলোনির বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ফুল চুরির মতো একটি তুচ্ছ অভিযোগে একজন মহিলার সঙ্গে এই ধরনের আচরণ চরম লজ্জার। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও নাকি কেউ কেউ মোবাইলে রেকর্ডও করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের তরফে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
একটি প্রশ্ন এখন জোরাল হয়ে উঠেছে—ফুল চুরির অভিযোগে কি প্রকাশ্যে একজন মহিলাকে অপমান করার অধিকার কেউ পেতে পারে? সমাজ কি এমনই নিষ্ঠুর হয়ে উঠছে?