/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: মঙ্গলবার রাতে এক তরুণীর দেহ উদ্ধার করে বনগাঁ জিআরপি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগাঁ শিয়ালদা শাখার সংহতি স্টেশনে এলাকায়। রেললাইন থেকে রক্তাক্ত ও মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুনীর নাম বিথি মন্ডল, বয়স ১৮। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘুগনি খাওয়ার নাম করে স্টেশনে বেরোয় ফুলতলা মন্ডল পাড়ার বাসিন্দা ওই তরুণী।, পরিবারের দাবি স্টেশনে তরুণীর সঙ্গে দুই যুবক ছিল আর তাদের সঙ্গে বচসা হয়। তার কিছুক্ষণ পরেই শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে এমন খবর পায় পরিবার। পরিবারের দাবি তরুণীর মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হতে পারে। প্রশাসন বিষয়টি তদন্ত করুক এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক, আর্জি পরিবারের। এই বিষয়ে বনগাঁ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-17-26-41.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us