শীতে আমেজ জোরদার, রাজ্যজুড়ে পারদপতন, এবার নামবে ১২-১৩-তে

আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Winter

File Picture

নিজস্ব সংবাদদাতা: শীত কি এবার সত্যিই দরজায়? আবহাওয়ার ছবিতে সেই ইঙ্গিতই মিলছে। পশ্চিমী হাওয়ার দাপটে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিন এই শীতল আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।

শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও নিচে — ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত এই ঠান্ডা শুধুই ভোর ও রাতের অতিথি। দিন বাড়তেই হাওয়া খানিকটা উষ্ণ হয়ে উঠছে। তবুও শীতের আগমনবার্তা স্পষ্ট — ফ্যান বন্ধ, পাতলা কম্বলের বদলে মোটা চাদর গায়ে জড়ানোর সময় এসে গেল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কতা, তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। বুধবারের মধ্যে পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পার্বত্য উত্তরবঙ্গে থাকবে হালকা কুয়াশা ও শুষ্ক আবহাওয়া।

Winter

দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা দিতে পারে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছে, এই ঘূর্ণাবর্ত বৃষ্টির সম্ভাবনা বাড়াবে না।

কলকাতায় দিনের তাপমাত্রাও সামান্য কমতে শুরু করেছে। আগামী তিন-চার পারদ খুব একটা ওঠানামা করবে না। বুধবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি ছুঁতে পারে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার — প্রায় সব জেলাতেই সকালে ঘন কুয়াশা। দিন বাড়লেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আপাতত পাহাড়ে সূর্য-ঠান্ডার মিশেলেই সময় কাটছে।

মোটামুটি গোটা সপ্তাহ জুড়ে ‘রাত-ভোরে শীত, দিনে আড়চোখে রোদ’ — এমনই আবহাওয়া বজায় থাকতে চলেছে।