/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির বড় নেতা তরুণজ্যোতি তিওয়ারি এবার তৃণমূলের বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করে বড় ট্যুইট করলেন। তিনি ট্যুইট করে বলেছেন,
"📍 ডায়মন্ড হারবার মডেল – গণতন্ত্রের মুখে চপেটাঘাত
আজ বজবজে আমাদের প্রিয় সভাপতি মাননীয় ডঃ সুকান্ত মজুমদার মহাশয় গিয়েছিলেন আমাদের আক্রান্ত কার্যকর্তাদের পাশে দাঁড়াতে। কয়েকদিন আগে সর্বদলীয় বৈঠকের সময় BDO অফিসের সামনে আমাদের একাধিক বিজেপি কর্মী তৃণমূলের গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়েছিলেন।
কর্মীদের সাহস যোগাতে, তাদের পাশে থাকতে গিয়েই মুখোমুখি হলাম তৃণমূলের ‘গণতান্ত্রিক সংস্কৃতি’র—যেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা চুল রাঙানো, কানে দুল পরা একদল লোক অকথ্য ভাষায় আমাদের নেতৃত্ব ও কর্মীদের গালাগালি করতে শুরু করে। দাবি করে ওরা নাকি ১০০ দিনের কাজের টাকা পায়নি! যারা দাঁড়িয়ে ছিল তাদের দেখলেই বোঝা যায় যে তারা তৃণমূলের চোর। এদের রোজগার করে খাবার অভ্যাস নেই, চুরির টাকায় এরা চলে। অথচ এটা সবাই জানে—সেই টাকা চুরি করেছে তৃণমূল নেতৃত্বই, এবং সেই চুরির কথা ভারতের আদালত পর্যন্ত স্বীকার করেছে।
❗ কিন্তু সেই টাকা ফেরত চাইতে ওরা গেল না তৃণমূল অফিসে। বরং, বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ওরা বুঝিয়ে দিল কার নির্দেশে চলছে সব—মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ইশারায়, পুলিশের ছত্রছায়ায়।
🚨 সুকান্ত দা-র যাওয়ার পর আমাদের গাড়ি যখন বেরোচ্ছে, তখনই পুলিশের সামনেই হামলা চালানো হয়। আমাদের সহযোদ্ধা রামদার গাড়ি ভাঙচুর করা হয়, কাঁচের টুকরো আমাদের গায়ে আঘাত করে। এটাই আজকের পশ্চিমবঙ্গ। এখানে পুলিশ দর্শক, গুন্ডারা শাসক।
👩🏻 রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা—এ কথা তৃণমূল বারবার প্রচার করে। কিন্তু আজ যেভাবে তাদের কর্মীরা আমাদের মহিলা কর্মীদের প্রতি ভাষা ব্যবহার করেছে, তা শুনলে মানুষ হিসেবে লজ্জা পাওয়ার কথা। যে ভাষায় আমাদের এবং আমাদের সভাপতি এর বাবা মার উদ্দেশ্যে গালি দেওয়া হয়েছে সেটা দেখে তৃণমূলের সংস্কৃতি বোঝা যায়।।
এই হল ‘ডায়মন্ড হারবার মডেল’—অর্থাৎ, লুট, অত্যাচার, গুন্ডাগিরি আর পুলিশের সহযোগিতায় বিজেপি কর্মীদের দমন।
🧾 ১০০ দিনের কাজের টাকা পেলে না? ঠিক আছে। কিন্তু তার জন্য বিক্ষোভ হবে আমাদের কর্মীর বাড়ির সামনে? আমাদের নেতৃত্বের সামনে কেন? যারা টাকা চুরি করেছে তারাই তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়াও, চোরদের বিরুদ্ধে আওয়াজ তোলো।
🙏 গণতন্ত্রে জনতাই ভগবান। সবকিছুর বিচার মানুষই করবে। আমরা বিশ্বাস করি—এক মাঘে শীত যায় না। হিসাব হবেই।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/MkMRVnkZ5QEdPBnvMa8Q.jpeg)
তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
📍 ডায়মন্ড হারবার মডেল – গণতন্ত্রের মুখে চপেটাঘাত
— Tarunjyoti Tewari (@tjt4002) June 19, 2025
আজ বজবজে আমাদের প্রিয় সভাপতি মাননীয় ডঃ সুকান্ত মজুমদার মহাশয় গিয়েছিলেন আমাদের আক্রান্ত কার্যকর্তাদের পাশে দাঁড়াতে। কয়েকদিন আগে সর্বদলীয় বৈঠকের সময় BDO অফিসের সামনে আমাদের একাধিক বিজেপি কর্মী তৃণমূলের গুণ্ডাদের হাতে…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us