New Update
/anm-bengali/media/media_files/2025/11/24/whatsapp-image-2025-11-24-2025-11-24-15-06-39.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে ৩ শিশু সমেত একই পরিবারের ৬ জন অসুস্থ অ্যাসিড মেশানো খাবার খেয়ে। রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী পেশায় রুপোর কারিগর। সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করার সময় ভুলবশত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সকলে। একই পরিবারের ৩ জন শুধু ও ৩ জন প্রাপ্তবয়স্ককে রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। ১ টি বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থা সংকটজনক হওয়ায় ৬ জনকে রবিবার রাতে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/BWQwUswvd1eHeO8mFokl.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us