New Update
/anm-bengali/media/media_files/XA7hTV5SNm2YSJNHYSaU.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির ঘটনার পর ৫ দিন কেটে গিয়েছে। তবে এখনও অধরা সেখানকার ‘সম্রাট’ ও তৃণমূলের শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। কেন তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ? তাঁর মাথায় কি কারোর হাত আছে? কেন ইডিকে সেদিন আটকানোর চেষ্টা করা হল? ডিজির হুঁশিয়ারির পরেও কেন অধরা শাহজাহান? তাঁর গা ঢাকা দেওয়ার নেপথ্যে কি কোনও বড় হাত আছে? বর্তমান সময়ে এরকম নানা প্রশ্ন সকলে তুলতে শুরু করে দিয়েছেন। কোথায় আত্মগোপন করে আছেন? নাকি এলাকাতেই আছেন শাহজাহান শেখ?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us