New Update
/anm-bengali/media/media_files/RmYzuzBHd0WJehuG2z65.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ট্যুইট করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
ট্যুইট করে তিনি বলেছেন, "যখন ভারত পেয়াঁজ, বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ কইরা দিব তখন বাংলাদেশের মাইনষে হাসিনারে ফিরত আননের লাইগ্যা পায়ে ধরব। হাসিনা আপা, আপনে তখন য্যান দয়ার সাগর হইয়া যাইয়েন না।" তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।
যখন ভারত পেয়াঁজ, বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ কইরা দিব তখন বাংলাদেশের মাইনষে হাসিনারে ফিরত আননের লাইগ্যা পায়ে ধরব। এই টাকমোল্লা-কাঠমোল্লা কুত্তাগুলিরে তখন লাত্থাইয়া তাড়ান হইব। হাসিনা আপা, আপনে তখন য্যান দয়ার সাগর হইয়া যাইয়েন না।
— Tathagata Roy (@tathagata2) November 19, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us