/anm-bengali/media/media_files/VHvtGblxPfjovS8zBJym.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির সংলগ্ন দুনম্বর জাতীয় সড়কের উপর এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো। সোমবার সকালে চন্দ্রচূড় রঘুনাথবাটির বাসিন্দা টোল প্লাজা সংরক্ষণের ব্যবসায়ী তথা এলাকার সমাজসেবী দীনেশ গরাইয়ের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।তবে গুলিতে কেউ জখম হয়নি। গুলি লাগে ব্যবসায়ীর ফরচুনার গাড়িতে। ব্যবসায়ী দীনেশ গরাই জানান, তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন।তখনই কয়েকজন দুষ্কৃতি মোটর সাইকেলে চেপে আসে, তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।তিন চার রাউন্ড গুলি চালায়। তার গাড়িতে একটি গুলি লাগে।তবে তিনি কোনো রকমে গাড়ি নিয়ে পালিয়ে যান। তিনি আরো বলেন, কারও সাথে তার শত্রুতা নেই। তবে কি কারণে তার উপরে গুলি চালানো হলো তার কাছেও ধোঁয়াশা।তবে এলাকার স্থানীয় কাউন্সিলার অর্জুন মাঝি জানান, জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে।কারণ কিছু জমি মাফিয়া মিলে অবৈধ ভাবে এলাকার জমি দখলের কাজ করছে।তিনি বলেন, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে তারা আন্দোলন করবেন।গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে আসানসোল উত্তর থানায়।ঘটনার তদন্তে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us