New Update
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলায় উপনির্বাচনে ৬-এ ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। মাদারিহাট, নৈহাটি, মেদিনীপুর, সিতাই, হাড়োয়া ও তালডাংরায় বিরোধীরা কার্যত ধরাশায়ী হয়েছে তৃণমূলের কাছে। এবার বড় বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। ট্যুইট করে তিনি বলেছেন, "এত লাফালাফির পর ৬-০ হেরে কিছু অতৃপ্ত আত্মার অবসাদজনিত আর্তনাদের পোস্ট, নাচতে না জানলে উঠোন বাঁকার মত ছুতো আর অপ্রাসঙ্গিক প্রলাপ দেখতে ভারি চমৎকার লাগছে"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us