/anm-bengali/media/media_files/2025/03/15/eVmOymZgHo2Oc9fhKj6D.jpg)
নিজস্ব সংবাদদাতা : অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান বিএলএলআরও-র। ধাওয়া করে বালি বোঝাই ডাম্পার আটক করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১নং ব্লকের বিএলআরও দেবনাথ পাত্র। বৈধ কাগজপত্র না থাকায় পশ্চিমবঙ্গ সরকারের মাইনর মিনারেলস ২০১৬ আইন অনুসারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সূত্রে প্রশাসন জানতে পারে অবৈধ বালি বোঝাই করে খড়গপুরের চৌরঙ্গীর উপর দিয়ে একটি ডাম্পার যেতে পারে। বিএলআরও আধিকারিকদের সঙ্গে নিয়ে সকাল থেকেই খড়্গপুরের বিভিন্ন রাস্তায় নজরদারি শুরু করেন। চৌরঙ্গীর ওটি রোডে ওই ডাম্পারটি দেখতেই গাড়ি নিয়ে ধাওয়া করেন বিএলআরও। পাশাপাশি খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানায়। অবশেষে, খড়্গপুরের পুরাতন বাজার স্টেশন রোডে বালি বোঝাই ডাম্পারটিকে আটক করে বিএলএলআরও।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
ডাম্পারের চালক প্রয়োজনীয় কাগজপত্র, ক্যারিং অর্ডার বা সিও দেখতে পারেনি। পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত ডাম্পারের মালিক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বিএলআরও দেবনাথ পাত্র বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছিল বালি পাচার। ধাওয়া করে ডাম্পারটিকে ধরা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us