Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/fhJPvLeinGBN8jlhLKGE.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা পুলিশের (Police) উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন্সের মাঠে মেদিনীপুর নার্সারি ফুটবল (Football) কোচিং সেন্টারের শুভ সূচনা হল শনিবার।
/anm-bengali/media/media_files/WCe6pCo0IsVMiADjU5K9.jpg)
এদিন মেদিনীপুর পুলিশ লাইন্সে উপস্থিত থেকে এই কোচিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পিনাকী দত্ত,অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও ক্রীড়াপ্রেমীরা।
/anm-bengali/media/media_files/l7ifGJpC1yyfyTSsn8yo.jpg)
প্রথম দিনেই এলাকার অনেক খুদে এই কোচিং ক্যাম্পে নাম লিখিয়েছে। সপ্তাহে ৬ দিন গ্রীষ্মের সময়ে বিকেল ৫ টায় কোচিং করানো হবে। পাশাপাশি যারা ভালো ফুটবল খেলবে তাদের কলকাতার ক্লাবগুলোতেও সুযোগ দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার ধৃতিমান সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us