‘দিল্লি থেকে পাঠানো বকেয়ার টাকা লুঠ করেছে তৃণমূল’, সব ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রী মোদী

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বেশ কয়েকবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলিগুড়িতে একটি জনসভায় বিশেষ ভাষণ দিয়েছেন তিনি।

author-image
Probha Rani Das
New Update
qr pm modi .jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, “তৃণমূল সরকার প্রতি পদক্ষেপে আপনাদের লুঠ করছে। মোদী দিল্লি থেকে মনরেগার মজুরির টাকা পাঠায় কিন্তু এখানকার তৃণমূল সরকার প্রতি পদক্ষেপে আপনাকে লুঠ করেছে।”

qwrt modi plm.jpg

তিনি আরও বলেন, “তৃণমূলের 'তোলাবাজ'দের সুবিধা দিতে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। মোদী যদি গরিবের বাড়িতে টাকা পাঠান, তাহলে তৃণমূল সরকার আপনার টাকা 'তোলাবাজ'-এর পছন্দের মানুষদের হাতে তুলে দেয়।” 

Add 1

স্ব

স

Addd 3