নিজস্ব সংবাদদাতা : এবার সুতী ও সামশেরগঞ্জের হিংসার ঘটনায় বড় দাবি করলো পশ্চিমবঙ্গ পুলিশ। আজ নিজেদের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই বিষয়ে টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হয় যে,''পুলিশের সক্রিয় হস্তক্ষেপের ফলে উত্তেজিত জনতা ইতিমধ্যেই ছত্রভঙ্গ হয়েছে এবং জাতীয় সড়কে যানচলাচল ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
যারা আজকের এই হিংসায় উস্কানি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং নানান গুজব ছড়ানোর চেষ্টার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছে।''