রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, আদালতে ছুটল মমতার সরকার

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস, বিজেপি এবং টিএমসি এ জন্য প্রস্তুতি জোরদার করেছে। সেইসঙ্গে আসন্ন ভোটকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ।

author-image
SWETA MITRA
New Update
hc mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বারংবার হিংসায় কেঁপে উঠছে পশ্চিমবঙ্গের একের পর এক জেলা। বোমা ছোঁড়াছুঁড়ি, হামলা, আহত, মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আর এসব কথা মাথায় রেখে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার। এদিকে এই নিয়েই এবার সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। পঞ্চায়েতনির্বাচনেরাজ্যেরসমস্তজেলায়কেন্দ্রীয়বাহিনীমোতায়েনেরবিরুদ্ধেকলকাতাহাইকোর্টেরিভিউপিটিশনদায়েরকরলপশ্চিমবঙ্গসরকার।

বৃহস্পতিবার১৫জুনপঞ্চায়েতনির্বাচনেরমনোনয়নপত্রজমাদেওয়ারসময়পশ্চিমবঙ্গেরবেশকয়েকটিজায়গায়হিংসাছড়িয়েপড়ে।রাজ্যেতিনজনকেগুলিকরেহত্যাকরাহয়েছেবলেপুলিশজানিয়েছে। এদিকে রাজ্যেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়পঞ্চায়েতনির্বাচনেরমনোনয়নপ্রক্রিয়াচলাকালীনঅন্যান্যদলগুলিরবিরুদ্ধেসহিংসতায়লিপ্তহওয়ারঅভিযোগকরেছেন।মনোনয়নপত্রদাখিলেরশেষদিনছিলআজবৃহস্পতিবার১৫জুন।

আগামীজুলাইপশ্চিমবঙ্গেপঞ্চায়েতনির্বাচনঅনুষ্ঠিতহবে।মনোনয়নেরশেষদিনেদক্ষিণচব্বিশপরগনাজেলায়তোলপাড়শুরুহয়।বীরভূমজেলারআহমেদপুরেরসাঁইথিয়াবিডিওঅফিসেওহিংসাছড়িয়েপড়ে।তবেএখানথেকেকোনোহতাহতেরখবরপাওয়াযায়নি।উত্তরদিনাজপুর জেলায়তিনব্যক্তিকেগুলিকরেহত্যারঘটনায়প্রতিক্রিয়াজানিয়েসিপিআই (এম) রাজ্যসম্পাদকমহম্মদসেলিমদাবিকরেছেনযেতিনজনইবামফ্রন্টএবংএকজন কংগ্রেসেরসমর্থকছিলেন।

অন্যদিকে মনোনয়নপত্রজমাদিতেচোপড়াব্লকঅফিসেযাওয়ারসময়তিনজনকেগুলিকরাহয়।ঘটনারপরআহততিনজনকেজেলাহাসপাতালেভর্তিকরাহয়, সেখানেচিকিৎসাধীনঅবস্থায়একজনেরমৃত্যুহয়।আহতদেরমধ্যেদুজনেরঅবস্থাআশঙ্কাজনকবলেঅভিযোগ করেন মহম্মদ সেলিম।সিপিআই (এম) রাজ্যসম্পাদকমহম্মদসেলিমঅভিযোগকরেছেনযেএইহামলারপিছনেতৃণমূলেরহাতরয়েছে। যদিও রাজ্যেরক্ষমতাসীনদল তৃণমূলকংগ্রেসএইঅভিযোগঅস্বীকারকরেছে।

মুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়বলেন, পঞ্চায়েতনির্বাচনেমনোনয়ননিয়েহিংসায়সিপিআই (এম) এবংআইএসএফজড়িতছিল।পঞ্চায়েতনির্বাচনেরমনোনয়নেরসময়কিছুবিরোধীদলবিশৃঙ্খলাসৃষ্টিরচেষ্টাকরছে।তিনিআরও বলেন, 'ইসলামপুরঅন্যান্যজায়গায়যেসমস্যাহয়েছে, তাতেআমাদেরদলেরকোনওহাত নেই।‘