দক্ষিণবঙ্গঃ নয়া সপ্তাহ, ভারী বৃষ্টি না গরম!

নয়া সপ্তাহে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?

author-image
Aniruddha Chakraborty
New Update
,ন্ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে (পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ন,ম্ন

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে- বীরভূম এবং মুর্শিদাবাদ। বাকি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

ক,

বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোর পারদ দুই থেকে তিন ডিগ্রি কমবে। পরবর্তী দিনগুলোতে পারদ ওঠানামা করবে না।