New Update
/anm-bengali/media/media_files/sjFcmltjO6NgfbLPvK4u.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : গরম থেকে মুক্তি পেতে দক্ষিণবঙ্গবাসীরা গ্রীষ্মে বেছে নেন শৈল শহর দার্জিলিংকে। সামার ভ্যাকেশন হোক বা এমনি ছুটি কাটাতে, কটা দিনের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিকই বেছে নেন ভ্রমণ পিপাসুরা। কিন্তু এবছর পাহাড়েই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শৈল শহর দার্জিলিংয়ে বৃহস্পতিবার বইতে পারে লু। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে, হতাশ হচ্ছেন পর্যটকরা। উত্তরবঙ্গেও নেই স্বস্তি। তাহলে যাবেন কোথায়? নিউ ডেস্টিনেশনের খোঁজে পর্যটকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us