New Update
/anm-bengali/media/media_files/2024/10/29/0GkfHAK1CuWAa1Nyp3e8.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের অশান্তি ও হিংসার ঘটনায় মুখ খুলতে শুরু করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। 'আমরা রাষ্ট্রপতির শাসন চাই' এই মর্মেই নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সম্প্রতি মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতিতে, সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা এখানে রাষ্ট্রপতি শাসন চাই। চারদিকে বিশৃঙ্খলা আর দাঙ্গাবাজি চলছে।”
/anm-bengali/media/media_files/2025/03/21/N8HnOOfeLMTnXPVfK4M3.jpg)
গত কয়েকদিন ধরে এলাকায় ঘটে চলা হিংসা, অগ্নিসংযোগ ও সম্পত্তি নষ্টের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা বলছেন, ''শান্তি ফেরাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন।''
#WATCH | Murshidabad | A local says, "We want president rule here. There's chaos and hooliganism everywhere." https://t.co/kcepFkV4i1pic.twitter.com/NvLNwG3D5t
— ANI (@ANI) April 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us