কুৎসা রটিয়ে দরজায় টাঙানোর হুমকি তৃণমূল নেতার, বিস্ফোরক শুভেন্দু

অশোকনগরের তৃণমূল নেতার বক্তব্য সম্পর্কে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
suvendulie

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লিখেছেন, "অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতীশ সরকার ওনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে "ফোঁস" করছেন।

suvenduio.jpg

ফোঁস করার ভাষা:-

‘‘আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তা হলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম।’’ 

suvendu sad face

‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো?’’

বাংলার মা বোনেরা শুনুন জানুন ভাবুন, কারা সরকার চালাচ্ছে। আপনারা কতটা নিরাপদ বোধ করছেন এই তৃণমূলীদের তত্ত্বাবধানে?"