স্কুলে চালু হল জলঘন্টা

গরমে স্কুলে চালু ওয়াটার বেল বা জলঘন্টা, ঘন্টা বাজলেই জল পান করছে ছাত্র-ছাত্রীরা। তীব্র গরমে পড়ুয়াদের জলকষ্ট মেটাতে এবং অসুস্থতা ঠেকাতে চন্দ্রকোনার স্কুলের অভিনব উদ্যোগ। 

author-image
Aniket
New Update
a

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে জলপান নিশ্চিত করতে স্কুলে চালু হয়েছে জলঘন্টা। নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজলে পড়ুয়ারা ঢকঢক করে জল পান করছে। ঘন্টায় ঘন্টায় প্রতি ক্লাসের শেষে বা মাঝে ঢং ঢং করে ঘন্টা বাজছে। আর তৎক্ষণাৎ ব্যাগের মধ্য থেকে জলের বোতল বের করে জল পান করছে পড়ুয়ারা। এই গরমে ছাত্র-ছাত্রীদের বারে বারে জল খাওয়াতেই এমন ব্যবস্থা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর শশীভূষণ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চালু হয়েছে "ওয়াটার বেল"। হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠেছে বাংলার। রাস্তায় চাঁদিফাটা রোদ, ঘরে থাকলেও গুমোট গরম, তাপপ্রবাহের জেরে স্কুলে হাঁসফাঁস অবস্থা পড়ুয়াদেরও। অনর্গল ঘামের জেরে শরীর জলশূন্য হয়ে যাচ্ছে।

 প্রখর রোদ আর দাবদাহ শরীর যেন নিংড়ে নিচ্ছে। এহেন আবহাওয়ায় ডিহাইড্রেশনে ভুগছে বাচ্চা থেকে বড়রা। ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন বেশি করে জল খেতে। বাচ্চারা ঠিকমত জল খাচ্ছে কিনা তার নজরদারি করতেই চন্দ্রকোনার ভগবন্তপুর শশীভূষণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ আসরে নেমেছে। চালু করেছে ওয়াটার বেল বা জলঘন্টা। ঘন্টা বাজার সাথে সাথেই ছাত্র-ছাত্রীরা ব্যাগ থেকে বোতল বের করে ঢক ঢক করে জল খাচ্ছে। স্কুলের শিক্ষকদের দাবি এই গরমে স্কুলে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে পড়ে, শরীরে জলের চাহিদা যাতে স্বাভাবিক থাকে তারজন্যই এই অভিনব উদ্যোগ।