স্বাস্থ্যক্ষেত্রে নজির গড়লো উত্তর ২৪ পরগনা ! মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হল প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্ট

স্বাস্থ্যক্ষেত্রে বড় নজির।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-27 at 11.16.46 AM

VIVA CITY

নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য পেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল তাদের প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্টে সফল হয়ে এই শহরের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ বছর বয়সী এক যুবক দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁকে গত ৯ নভেম্বর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ মেডিক্যাল টিম মাত্র দু'দিন পরে, অর্থাৎ ১১ই নভেম্বর সফলভাবে তাঁর কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে। দীর্ঘ নিবিড় পর্যবেক্ষণের পর রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গত ২৬ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

123

এই সাফল্যে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, সিইও এবং প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীম সেনগুপ্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডাঃ সেনগুপ্ত জানান,"প্রথম প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্য এই অঞ্চলের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সাধারণত এমন জটিল চিকিৎসার জন্য রোগীদের সুদূর দক্ষিণ ভারতে পাড়ি দিতে হয়। কলকাতার বাইরে মফস্বলের একটি হাসপাতালে এই সাফল্য নিঃসন্দেহে গোটা জেলার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।"

কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল চিকিৎসা পদ্ধতি মধ্যমগ্রামের মতো শহরতলির একটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হওয়ার ফলে এই অঞ্চলের হাজার হাজার কিডনি রোগীর জন্য নতুন আশার আলো দেখা দিয়েছে। ভিভা সিটি হাসপাতাল তাদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা এবং বিশেষজ্ঞ দল নিয়ে উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য মানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।