New Update
/anm-bengali/media/media_files/9oW7Eb07Kyg6NYfXsBe1.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ডঃ সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। এই ফাঁকে কাছে পিঠে কোথাও একটু বেড়িয়ে আসতেই পারেন। কোথায় যাবেন ভাবছেন ? আপনার হাতের কাছেই রয়েছে। কাছাকাছির মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি থেকে বেতলায় গিয়ে ঘুরে আসতেই পারেন পালামৌ ফোর্ট।
পাহাড়ের ওপরে অবস্থিত এই নিরিবিলি জায়াগাটি আপনার মন কাড়বে। জানা যায়, পাহাড়ের ওপর থেকে পুরো এলাকায় নজরদারি করা হতো একসময়। এই দুর্গ থেকেই চলত নজরদারি। পাথর এবং এক প্রকার মাটি দিয়ে তৈরি এই বিশালাকার দুর্গ।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us