বেহাল রাস্তা, চাঁদা তুলে নিজেরাই সংস্কারে নামলেন বাসিন্দারা

কোথায় এই ঘটনা ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-09 at 7.10.14 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। পঞ্চায়েতের প্রধান, বিধায়ক ও বিডিওকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আশ্বাস মিলেছে আর মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু শেষমেশ কাজের কাজ কিছুই হয়নি। এমনকি পথশ্রী প্রকল্পের রাস্তা সংস্কার রাস্তা তৈরির তালিকাতেও ঠাঁই হয়নি এই রাস্তার নামের। অবশেষে চাঁদা তুলে ঝুড়ি, কোদাল ও ইট নিয়ে রাস্তা সংস্কারের কাজে নামলেন গ্রামবাসীরা।

এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৮ নং সবং অঞ্চলের সাউতা বুথের রুসুনচক গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ৫ বছরের বেশি সময় ধরে গ্রামের প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তা বেহাল। বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে।

Screenshot 2025-10-09 191528

diguad