/anm-bengali/media/media_files/2025/10/29/whatsapp-image-2025-10-29-2025-10-29-14-43-50.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দশ দিন ধরে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে হাতির দল। বনদফতর থেকে হাতির দলকে সরানোর কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ গ্রামবাসীদের। পাকা ধান বাড়িতে তোলার আগেই বিঘার পর বিঘা জমির ধান খেয়ে ফসল পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলছে চোখের সামনে। এর ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বুধবার মেদিনীপুর সদরের বেলিয়া এলাকায় রাস্তা অবরোধ করলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। স্থানীয় ডুমুরকোটা, ডাইনমারি, হেতাশোল সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা সকাল ১০টা নাগাদ মেদিনীপুর-ঝাড়গ্রাম সড়ক অবরোধে সামিল হন। ১ ঘন্টা পর সেই অবরোধ ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় গুড়গুড়িপাল থানার পুলিশ ও চাঁদড়া রেঞ্জের আধিকারিকসহ অন্যান্য বনকর্মীরা। অবরোধকারীদের আশ্বাস দেওয়া হয়েছে বনদফতরের পক্ষ থেকে হাতির পালকে ওই এলাকা থেকে সরানোর এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার। যদিও চাঁদড়া রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত জানিয়েছে যে হাতির পালকে সরাতে গিয়ে হাতি দেখতে আসা উৎসুক জনতা হাতির গতিপথে বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিয়ে হাতির দলকে কংসাবতী নদী পার করানোর চেষ্টা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/29/whatsapp-image-2025-10-29-2025-10-29-14-44-07.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us