আর জি করের ঘটনায় এবার গ্রামবাসীদের মোমবাতি মিছিল ডেবরায়

আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্য তথা দেশবাসী। আর জি করের ঘটনায় এবার গ্রামবাসীরা নামলো প্রতিবাদে।

author-image
Probha Rani Das
New Update
covher.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্য তথা দেশবাসী। আর জি করের ঘটনায় এবার গ্রামবাসীরা নামলো প্রতিবাদে।

vcxccx6.jpg

গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রঘুনাথপুরের গ্রামবাসীরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করলো বালিচক-সবং রাজ্য সড়কের ওপরে। গ্রামের মহিলারাও এই মিছিলে সামিল হয়। 

vcxccx5.jpg