হস্তি শাবকের সেবা!

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী রেঞ্জের গদরাশোল বিটের লালবাঁধ কাটা জঙ্গলে সদ্যজাত একটি হস্তি শাবককে অসুস্থ অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা। তারপর নিজেরাই তার সেবা শুরু করে দেয়।

author-image
Pallabi Sanyal
23 May 2023
হস্তি শাবকের সেবা!

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী রেঞ্জের গদরাশোল বিটের লালবাঁধ কাটা জঙ্গলে মঙ্গলবার সকালে সদ্যজাত একটি হস্তি শাবককে অসুস্থ অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে ওই সদ্যোজাত হস্তি শাবকটিকে সুস্থ করার চেষ্টা করছে। বন দফতরকে খবর দেওয়া হলেও এখনো বন দফতরের কেউ ঘটনাস্থলে যায়নি। যার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। ওই হস্তি শাবকটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। স্থানীয় বাসিন্দারা হস্তি শাবকটিকে ঘিরে রেখেছেন এবং সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন। ওই এলাকার বাসিন্দারা অনুমান করছেন, এই এলাকায় একটি হাতির দল আছে। ওই হাতির দল থেকে এই বাচ্চা হাতিটি দলছুট হয়ে কোনও রকম ভাবে এলাকায় এসে পড়েছে। কোনও কারণ বশত হস্তি শাবকটি আহত হয়েছে। দ্রুততার সাথে বাচ্চা হাতিটিকে উদ্ধার করে সুস্থ করা দরকার বন দফতরের, দাবি এলাকাবাসীর।