বন্দে ভারতের হ্যাট্রিক! উত্তর পূর্বে প্রথম

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরুর পর নজরে আরেকটি নিউ রুট। রবিবার সম্পন্ন হল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান।

author-image
Pallabi Sanyal
New Update
njp

নিজস্ব সংবাদদাতা : হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরুর পর নজরে আরেকটি নিউ রুট। রবিবার সম্পন্ন হল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। পরিষেবা শুরু হলে তৃতীয় বন্দে ভারত পাবে রাজ্য। দেশে ১৭ নম্বর হবে এটি।  উল্লেখযোগ্য বিষয় হল উত্তর পূর্ব ভারতের জন্য এটিই হবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ভোর ৬ টা ১০ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টা ৫১ মিনিট নাগাদ ধূপগুড়ি স্টেশন  পার করে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৪ তারিখ থেকেই বাণিজ্যিক ভাবে শুরু হতে পারে পরিষেবা। সপ্তাহে ৬ দিন মিলবে পরিষেবা। গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলমিটার।  মাত্র ৬ ঘণ্টায় ৪১০ কিলোমিটার অতিক্রম করবে ট্রেনটি এমনটাই রেল সূত্রে খবর। যদিও ট্রেনের ভাড়া কিংবা কোন কোন স্টপেজে থামবে সেমি-হাইস্পিড ট্রেনের চাকা সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি রেলের তরফে।