BREAKING: জামাইয়ের বাবা আর নাতির বাবা একজনই ! ভোটার তালিকায় ভূতুড়ে কাণ্ড

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের ভোটার তালিকায় অবাক করা ঘটনা। কেতুগ্রামে ভোটার তালিকায় জামাই এর বাবা আর নাতির বাবা একই ব্যক্তি। বাংলাদেশের কালাচাঁদ মণ্ডল এবং দুলাল মণ্ডল সম্পর্কে শ্বশুর এবং জামাই। কিন্তু এই রাজ্যের ভোটার তালিকায় তারা হলেন বাবা এবং ছেলে। বাংলাদেশের কালাচাঁদ এবং দুর্জয় মণ্ডলের সম্পর্ক হল দাদু এবং নাতি। কেতুগ্রামে ভোটার তালিকায় তারা হচ্ছেন বাবা এবং ছেলে। সম্পর্কের গড়মিলে আধার কার্ড এবং রেশন কার্ডও তৈরি হয়েছে।

fake voter cards