মেদিনীপুরে জনসমুদ্র! সর্দার পটেলকে শ্রদ্ধা জানিয়ে ইউনিটি মার্চে পথভরতি মানুষের ঢল

পশ্চিম মেদিনীপুরে সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত হল ইউনিটি মার্চ। কলেজ মাঠের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রায় যোগ দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-17 at 8.19.01 PM

নিজস্ব সংবাদদাতা:   পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল ‘ইউনিটি মার্চ’। সর্দার বল্লভভাই পটেলের ১৫০ তম জন্মবর্ষকে স্মরণ করেই এ দিনের পদযাত্রার আয়োজন করা হয়। সকালে কলেজ মাঠের সামনের রাস্তা থেকেই শুরু হয় এই ঐক্যের মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী ও সমাজসেবীরা এতে যোগ দেন।

dilip ghosh

মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও পদযাত্রায় সামিল হন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বহু কর্মী-সমর্থক ও বাসিন্দা। শহরের বিভিন্ন পথ ঘুরে এই ইউনিটি মার্চ শেষ হয় শান্তিপূর্ণ আবহে। আয়োজকদের বক্তব্য, সমাজে সম্প্রীতি, ঐক্য ও জাতীয়তাবোধ আরও দৃঢ় করতেই এই কর্মসূচি। সর্দার পটেলের ‘ঐক্যের ভারত’ স্বপ্নকেই সামনে রেখে আজকের এই হাঁটা—এমনটাই জানালেন উপস্থিতরা।

মিছিল ঘিরে এদিন শহরের বাতাস ছিল উৎসবমুখর। জাতীয় পতাকার সারি, দেশপ্রেমের স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন স্পষ্ট করে দিল—ঐক্যের ডাক আজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।