/anm-bengali/media/media_files/2025/07/04/whatsapp-image-2025-07-04-at-200142-2025-07-04-20-06-48.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পেশায় তিনি একজন শিক্ষক! তবে কোনও সরকারি বিদ্যালয়ের শিক্ষক নন, সাধারণ গৃহ শিক্ষক। টিউশনি করে সামান্য টাকা রোজগার করে সংসার চলে। তবে শুধু বাচ্চা পড়ানো নয়, এই শিক্ষকের নেশা বড়ই অদ্ভুত!
বিদ্যালয়ের ছেলে-মেয়েদের পড়ানোর পাশাপাশি তিনি পূরণ করছেন নিজের শখ। নিজের পরিচিত, আত্মীয় এবং বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে নিজের শখ পূরণ করছেন তিনি। ছোটবেলার সেই নেশাকে জিইয়ে রেখেছেন বড় বয়সে। স্বাভাবিকভাবে এই শিক্ষকের ভাবনা এবং উদ্যোগ ও নেহাত শখকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
ছোট থেকেই নতুন টাকা কিংবা কয়েন দেখে সরিয়ে রাখার এক মানসিকতা ছিল। তবে বড় হতেই ধীরে ধীরে বুঝতে পারেন বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন কিংবা নোট সম্পর্কে। স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন ও নোট সংগ্রহের ইচ্ছে জাগে তার। সেইমতো শুরু তার সংরক্ষণ ও সংগ্রহ। টিউশনি শিক্ষকতার পর, নিজের ইচ্ছেতেই দেশ ও বিদেশে থাকা বহু মানুষের থেকে তিনি সংগ্রহ করেছেন একাধিক দেশের নোট ও কয়েন। সযত্নে এই ধরনের পুরানো ইতিহাস ও ঐতিহ্যকে সংগ্রহ করেছেন। শুধু তাই নয় বিভিন্ন দেশের নোট রয়েছে তার কাছে।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকার বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক সঞ্জয় পোড়্যা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও তিনি এখন গ্রামেই করেন গৃহ শিক্ষকতার কাজ। তবে তার নেশায় কোনও কমতি নেই। একদিকে তিনি পত্র শিল্পী, এবং কয়েন সংগ্রহ ছোট থেকেই। ইতিমধ্যেই তার কাছে রয়েছে আমেরিকান ডলার, ইউরোপের নোট, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল সহ বিদেশি একাধিক নোট। প্রায় ৩০ টি নোট সংগ্রহ করেছেন তিনি। শুধু তাই নয় ভারতের বিভিন্ন সময় প্রকাশিত একাধিক কয়েন ও নোটের সংগ্রহ রয়েছে তার কাছে। এছাড়াও বিভিন্ন দেশের প্রকাশিত কয়েন সংগ্রহ করেছেন তিনি। সেই সংখ্যাটাও প্রায় শতাধিক। স্বাভাবিকভাবে শুধু গৃহ শিক্ষকতা নয়, নোট ও কয়েন সংগ্রহের নেশা তার। আগামীতে যা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে একটি ইতিহাস হয়ে দাঁড়াবে। শিক্ষকের এই ভাবনা ও উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।