New Update
/anm-bengali/media/media_files/6xIJgmAOlb0f9pL5SkLE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃশুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। দেশ জুড়ে এই নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ভোট নিয়ে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিশেষ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “সন্দেশখালিতে যা হয়েছে, আমাদের গণতন্ত্রের জন্য তা লজ্জাজনক। নিজেদের ভোট ব্যাঙ্ক বাঁচাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার হতে দিয়েছে রাজ্য সরকার। মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় শতাধিক মহিলার উপর অত্যাচার হয়েছে।”
/anm-bengali/media/media_files/XpgGX4saij4ryG8flmjr.jpg)
তিনি আরও বলেন, “তাঁর দলের লোকেরা করেছে, তারা গ্রেফতারও করেননি। হাইকোর্টকে গ্রেফতার করার নির্দেশ দিতে হয়, লজ্জা লাগা দরকার। আমরা বাংলার পরিস্থিতি বদলাতে চাই।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us