রাজ্যে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী?

সুপ্রিম কোর্ট জানিয়েছে, পঞ্চায়েত ভোটে বাংলার কোনায় কোনায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন জানিয়েছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করাতেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

author-image
SWETA MITRA
New Update
cetral.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবশেষে টনক নড়ল রাজ্য নির্বাচন কমিশনের? প্রশ্ন উঠছে এমনই। কারণ কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ও রাজ্য কমিশন। এসবের মাঝেই শোনা যাচ্ছে যে এবার কেন্দ্রের কাছ থেকে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়েছে কমিশন। রাজ্যের এসএলপি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।  রাজ্যের লিভ পিটিশন আজ মঙ্গলবার খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই।