New Update
/anm-bengali/media/media_files/BfPdvFedRVnfKoQloI4z.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃচারিদিকে জল আর শুধু জল। বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে এল মর্মান্তিক খবর। জলে ডুবে মৃত্যু দুই শিশুর। তার মধ্যে এক শিশুর বয়স মাত্র তেরো মাস। অপরজনের দু’বছর। পৃথক-পৃথক ঘটনা দু’টি ঘটেছে মালদহের ভূতনি ও উত্তর চণ্ডীপুরের ভীমটোলায়।
জানা গিয়েছে, মালদহের ভূতনীতে পরিস্থিতি অবনতির দিকে। জলের তলায় ঘর-বাড়ি-জমি বাগান সব। স্থানীয় সূত্রে খবর, ভূতনীর দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের গুমানিটোলায় ঘর বাড়ি সব জলের তলায় থাকায় বাধ্য হয়ে ছাদে গরু বাছুর গবাদি পশুর সঙ্গেই সহবাস করছিল একটি পরিবার। সেখানেই তেরো মাসের এক শিশু হঠাৎ সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে তলিয়ে যায়। পরে মৃত্যু হয় তার। মৃত শিশুর নাম ইরফাজ মিঞা। অন্যদিকে, উত্তর চণ্ডীপুরের ভীমটোলায় ঘরের সামনেই বন্যার জলে ডুবে মৃত্যু হয় দু’বছরের চন্দ্রভানু মণ্ডলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us