New Update
/anm-bengali/media/media_files/NjXGsdgc5j4krGuCse9Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত হয়ে উঠল ডানকুনি (Dankuni)। ধৃতদের না ছাড়লে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন লরিচালকরা। পরিস্থিতি সামাল দিতে নতুন করে ঘটনাস্থলে হাজির হল পুলিশ বাহিনী। আজ সকাল থেকে ডানকুনিতেজাতীয়সড়কেটায়ারজ্বালিয়েপ্রতিবাদবিক্ষোভট্রাকচালকদের।কেন্দ্রীয়আইনেরপ্রতিবাদেপথেনেমেছেনতাঁরা।প্রতিবাদ, বিক্ষোভেরজেরে ২ ঘণ্টাজাতীয়সড়কেবন্ধছিলযানচলাচল।শেষেপরিস্থিতিসামালদিতেপুলিশএসেলাঠিচার্জকরে।আটককরাহয় ১২ জনকে।যদিও নতুন করে পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us