ফের রণক্ষেত্র ডানকুনি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি লরি চালকদের

কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদ জানিয়ে ডানকুনিতে বিক্ষোভ ট্রাক চালকদের। পরিস্থিতি সামাল দিতে পারবে পুলিশ?

author-image
SWETA MITRA
New Update
dankunii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত হয়ে উঠল ডানকুনি (Dankuni)। ধৃতদের না ছাড়লে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন লরিচালকরা। পরিস্থিতি সামাল দিতে নতুন করে ঘটনাস্থলে হাজির হল পুলিশ বাহিনী। আজ সকাল থেকে ডানকুনিতেজাতীয়সড়কেটায়ারজ্বালিয়েপ্রতিবাদবিক্ষোভট্রাকচালকদের।কেন্দ্রীয়আইনেরপ্রতিবাদেপথেনেমেছেনতাঁরা।প্রতিবাদ, বিক্ষোভেরজেরেঘণ্টাজাতীয়সড়কেবন্ধছিলযানচলাচল।শেষেপরিস্থিতিসামালদিতেপুলিশএসেলাঠিচার্জকরে।আটককরাহয় ১২ জনকে।যদিও নতুন করে পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠল।