/anm-bengali/media/media_files/IdNsDP25EVeZ2ybb5aZG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার ডুবির ঘটনা। রায়দিঘির কাছাকাছি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেল ‘এফবি ভাইভাই’ নামে একটি ট্রলার। তবে সৌভাগ্যবশত, ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা গিয়েছে। দ্রুততার সঙ্গে পাশে থাকা আরও দুই ট্রলারের সাহায্যে তাঁদের বাঁচানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গভীর সমুদ্রে ইলিশ ধরতে বেরিয়েছিল ট্রলারটি। প্রচুর মাছও উঠেছিল জালে। সেই মাছ নিয়ে ঘাটে ফেরার সময়, জম্বুদ্বীপ থেকে পশ্চিম-দক্ষিণ দিকে প্রবল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি। বিকেলের দিকে, ট্রলারের পাটাতন ফেটে যায় এবং জল ঢুকতে শুরু করে।
এক মুহূর্তে ডুবতে শুরু করে ট্রলারটি। ভেতরে থাকা ১৩ জন মৎস্যজীবীও জলে পড়ে যান। প্রাণ বাঁচাতে শুরু হয় হাঁসফাঁস। তবে সৌভাগ্যক্রমে পাশে থাকা দুটি ট্রলারের মৎস্যজীবীরা তাঁদের চিৎকার শুনে তৎক্ষণাৎ উদ্ধার অভিযানে নেমে পড়েন। দ্রুততায় সেই ১৩ জনকে জল থেকে টেনে তোলা হয়।
ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার হয়নি। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে ট্রলারটিকে উদ্ধারের জন্য। যদিও এই ঘটনার পরে রায়দিঘি-সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।