New Update
/anm-bengali/media/media_files/GH2anRuuOYnYen5wUo08.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক অফিসে নমিনেশনের জন্য ভিড় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। গত দুই দিন ধরে সিপিএম এবং বিজেপির নমিনেশন বেশি ছিল। আজ পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ব্যান্ড পার্টি সহযোগে মিছিল করে পিংলা ব্লক অফিসে নমিনেশন দেওয়া হয়।এদিন ১৮৩ জন পঞ্চায়েত প্রার্থী, পঞ্চায়েত সমিতির ৩০ জন এবং জেলা পরিষদের ৩ জন নমিনেশন দাখিল করবে বলে জানান পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us