সমবায় নির্বাচনে পিংলায় তৃণমূলের জয়জয়কার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-22 at 6.51.39 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার আবারও তৃণমূল কংগ্রেসের জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিংলা ব্লকের ৫ নং মালিগ্রাম অঞ্চলের হান্দোল সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টি আসনেই জয় তৃণমূল কংগ্রেসের।

২১ এবং ২২ মে এই দুই দিন হান্দোল সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন ছিল। কোনও বিরোধী প্রার্থী নমিনেশন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। নমিনেশনের সময় পেরিয়ে যেতেই সবুজ আবির মেখে বিজয় মিছিল করল তৃণমূল। এই দিন উপস্থিত ছিলেন ৫ নং মালিগ্রাম অঞ্চলের সভাপতি তফেজ্জলদিন, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক খাঁন, অষ্টম প্রামানিক, আসাদুল খাঁন, অমিয় প্রধানসহ পিংলা ব্লক নেতৃত্ব, INTTUC- এর সভাপতি প্রশান্ত চক্রবর্তী, দেবাশীষ ভট্টাচার্য, শেখ মাজারুল, নিমাই সিং মহাশয়। এছাড়াও ছিলেন বিশিষ্ট অঞ্চল ও ব্লক নেতৃত্ব বৃন্দ। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতির নির্দেশে এই দুইদিন অঞ্চলের নেতৃত্বদের উপস্থিতিতে নমিনেশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হয়।

tmc

digad