/anm-bengali/media/media_files/2025/11/30/3938ce36-84d8-473c-959f-0b3ab606099f-2025-11-30-09-47-21.jpeg)
নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ ডিসেম্বর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস উদযাপন করা হবে।তাই রাজ্য জুড়ে তারই প্রস্তুতি সভা চলছে এবং বৈঠক চলছে।শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর উদ্যোগে ডেবরা,সবং,পিংলা এবং খড়্গপুর ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে তারই প্রস্তুতি সভা অনুস্টিত হোলো।যেখানে সৌরভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান রাধাকান্ত মাইতি,ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, মাইনোরিটি সেলের জেলা সভাপতি সেখ নজরুল ইসলাম, জেলা নেতা বিকাশ রঞ্জন ভুঁইয়া সহ অনান্যরা। এদিন প্রত্যেকটি ব্লক থেকে ১০০০ হাজার করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন। যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/post_attachments/a2a373f8-5fa.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us