/anm-bengali/media/media_files/T05AdBEtPFCsCDVcj8ig.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে কার্যত বড় ঘোষণা করলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে দিন দিন যেন তার অভিযোগ বাড়ছে। এবার হুঁশিয়ারির সুরে বিদ্রোহী বিধায়ক সাফ জানিয়ে দেন, কানাইয়ালাল আগরওয়াল , জাকির হোসেনরা টাকা পয়সা, বন্দুকবাজদের নিয়ে খেলা করছেন। পঞ্চায়েত নির্বাচনে কোনো বন্দুকবাজের খেলা হলে তিনি নিজেই গাড়ি করে সেই বন্দুকবাজের কাছে পৌঁছে যাবেন। তৃণমূল ভবন থেকে কানাইয়ালাল আগারওয়াল এবং জাকির হোসেনকে বাঁচানো হচ্ছে বলেও সুর চড়ান তিনি। তার আশঙ্কা, প্রকাশ করে বলেন, "আমার কর্মীরা ভয় পাচ্ছে যে ভোট তো হয়ে যাবে কিন্তু কাউন্টিংয়ে স্লিপ কেড়ে নেবে এবং সার্টিফিকেট অন্য লোককে দিয়ে দেবে।জেতা লোককে না দিয়ে যে হেরে গেছে তাকে দিয়ে দেবে। এই ঘটনা একবার ঘটেছিল।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us