New Update
/anm-bengali/media/media_files/duLMcJbjCHQXc3lEIqJN.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে। বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সকাল সকাল পশ্চিম মেদিনীপুর জেলার সবং, পিংলা ও ডেবরার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ট্রেনে করে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দিলেন।
/anm-bengali/media/media_files/loIwUlbJIxdhF9T2HZ7j.jpeg)
ডেবরার শ্যামচক, বালিচক, রাধামোহনপুর ও ডুঁয়া স্টেশনে ট্রেন ধরে কর্মীরা স্লোগান দিয়ে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দিলেন। বালিচক স্টেশনে কর্মীদের নিয়ে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর, পিংলার নেতৃত্ব চন্ডীচরন সামন্ত ও সবংয়ের নেতৃত্ব বিকাশ রঞ্জন ভুঁইয়া সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us