তৃণমূল আবার মিথ্যার কারখানা খুলেছে- এ কি পোস্ট করলেন তরুণজ্যোতি তিওয়ারি?

কি পোস্ট করলেন তরুণজ্যোতি তিওয়ারি?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
fg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ এনে ট্যুইট করলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি ট্যুইট করে বলেছেন, 

"তৃণমূল আবার মিথ্যার কারখানা খুলেছে!

তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় একটি পুরনো ও ভুয়ো ভিডিও ছড়িয়ে বলছেন, হরিয়ানায় বাঙালিদের বাংলাদেশি সন্দেহে পুলিশ পেটাচ্ছে। পুরোটাই মিথ্যা।

এই ঘটনা ১১ জুলাইয়ের – বাঙালিদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। একটি পাড়ার জন্মদিনের পার্টিতে হইচই হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করে যুবকদের ধরে — তারা হরিয়ানারই বাসিন্দা।

tarunjyoti mamata tarunjyoti

তৃণমূল এভাবে পুরনো ভিডিও চালিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। বাংলা-বাঙালি শব্দটাকে রাজনৈতিক ঢাল বানাচ্ছে। মিডিয়ার একাংশও না জেনে তাতে সায় দিচ্ছে!

বাঙালিদের অপমান করে, গুজব ছড়িয়ে ভোট চাইছে তৃণমূল। সচেতন হোন। বিভাজনের এই রাজনীতিকে বর্জন করুন।

📵 ভুয়ো ভিডিও ছড়ানো বন্ধ করুন
✊ বাংলার মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন"।