/anm-bengali/media/media_files/9uqCHvyZWnjUaqKJKdBc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের তরফে যুবনেত্রী সায়নী ঘোষকে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হয়েছে। এইবার সায়নী ঘোষের একটি পুরোনো পোস্টকে সমানে এনে বিতর্ক উস্কে দিল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে, হিন্দু ধর্মকে চরম অপমান করেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
বঙ্গ বিজেপি ট্যুইট করে বলেছে, "মহা শিবরাত্রির দু'দিন পরে, মমতা বন্দ্যোপাধ্যায় সায়নি ঘোষকে যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। যিনি ভগবান শিবকে নিয়ে কুরুচিকর পোস্ট করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিলেন। সম্প্রতি মমতা ব্যানার্জী তার হিন্দু-বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নির্বাচনের আগে রাম নবমীকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছেন। এইসবই তার হিন্দু বিরোধী মুখোশকে আড়াল করবার চেষ্টা মাত্র, তিনি হিন্দু বিরোধী এবং তার প্রার্থীও হিন্দু বিরোধী"।
/anm-bengali/media/post_attachments/312563c8-a8a.png)
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোট জয়লাভ করেন। তবে এবার আর তাকে যাদবপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল। তার পরিবর্তে সায়নী ঘোষকে যাদবপুরে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। আর এই আসনটিতে সায়নী ঘোষের অতীতের বিতর্কিত পোস্ট তৃণমূলের জয়ের আশাকে বিফল করে দিতে পারে কিনা তাই এখন দেখার।
মহা শিবরাত্রির দু'দিন পরে, মমতা বন্দ্যোপাধ্যায় সায়নি ঘোষকে যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। যিনি ভগবান শিবকে নিয়ে কুরুচিকর পোস্ট করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিলেন।
— BJP West Bengal (@BJP4Bengal) March 11, 2024
সম্প্রতি মমতা ব্যানার্জী তার হিন্দু-বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নির্বাচনের… pic.twitter.com/cvdc4OCc1m
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us