New Update
/anm-bengali/media/media_files/2025/01/18/Xw7HWEs8cRtDoPlWTbbc.jpg)
নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ দীঘা মোহনার অদূরে সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেল ট্রলারে থাকা মৎস্যজীবীরা।
/anm-bengali/media/post_attachments/uploads/images/2025/01/41-139.jpg)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দীঘা সমুদ্রে চলা এডেলাইনে বোটের কর্মীরা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।
ট্রলারে থাকা ৯ জন মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us