১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল! জেনে নিন এখানে

রইল তালিকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
local trains

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। অন্যদিকে, সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন বাতিল হল ১১ জুলাই ও ১৮ জুলাই। পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ১২ জুলাই ও ১৯ জুলাই চলবে না। 

একইভাবে, শালিমার-পুরী স্পেশাল ট্রেন ১৩ জুলাই ও ২০ জুলাই এবং পুরী-শালিমার স্পেশাল ট্রেন ১৪ জুলাই ও ২১ জুলাই বাতিল করা হয়েছে।  ১৯ ও ২০ জুলাই বাতিল থাকবে খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস। জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস বাতিল ২০ ও ২১ জুলাই। ১০ থেকে ২২ জুলাই অবধি খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু প্যাসেঞ্জার এর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

mumbai local train   n