নৈহাটি-ব্যান্ডেল লাইনে শনিবার থেকে বাতিল ট্রেন! চোখ বুলিয়ে নিন

শনিবার থেকে আগামী ২৩ জুন পর্যন্ত নৈহাটি-ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচলে সমস্যা হতে চলেছে। লাইন মেরামতির জন্য কয়েকটি ট্রেন বাতিল করা হল। বেশ কিছু ট্রেনের গতিপথ পাল্টে গেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
local train

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নৈহাটি-ব্যান্ডেল লাইনে মেরামতির জন্য শনিবার থেকে বেশ কিছু দিনের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কাজ চলবে ২৩ জুন পর্যন্ত। এই কারণে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে। গতিপথও নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু ট্রেনের। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে।

শনিবার ১০ জুন ব্যান্ডেল থেকে ৩৭৫৩৪, ৩৭৫৩৬ এবং ৩৭৫৩৮, বর্ধমান থেকে ৩১১৫২, নৈহাটি থেকে ৩৭৫৩৩, ৩৭৫৩৫ এবং ৩৭৫৩৭, শিয়ালদহ থেকে ৩১১৫১ ট্রেনগুলি বাতিল। ১৪, ১৭ এবং ২১ জুন ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮ এবং নৈহাটি থেকে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭ বাতিল।

শিয়ালদহ-গোড্ডা মেমু স্পেশাল শনিবার দুপুর ১২.০৫-এর বদলে ১.৪৫-এ ছাড়বে। শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস ১.৪০-এর বদলে ১.৫৫-তে ছাড়বে। ১১, ১৩, ১৫, ১৬, ১৮, ২০, ২২ এবং ২৩ তারিখ ব্যান্ডেল-নৈহাটি লোকাল ১১.৪২-এর পরিবর্তে ১২টায় ছাড়বে। নৈহাটি-ব্যান্ডেল লোকাল ১২.১০-এর পরিবর্তে ছাড়বে সাড়ে ১২টায়।